Friday, November 08, 2019

ঠিকানা - দিকশূন্যপুর



স্বপ্ন ছিল যাবে দিকশূন্য পুর
স্বপ্ন ছিল শুনবে চুপকথা ,
মনের মাঝে লুকিয়ে ছিল সাগর 
ভাসালো তার রোজনামচার খাতা |

সন্ধে নামে মেঘলা বিকেল মাঝে 
চোখের কাজল মিলিয়ে যায় চোখে 
ফুরোয়না রাতঅনেক প্রাতঃকালে ,
ক্লান্ত মনন , হাসিতে মুখ ঢাকে |

জুলিয়েট নয় , নয় সে দেসদিমনা ,
হৃদয়ে তার আরব বেদুইন,
আঁধার আলোয় হারিয়ে যাওয়ার জন্যে 
দিকশূন্যপুরের খোঁজে সে হন্যে|

ঠিকানা ছিল খাতার পাতার ভাঁজে 
শুকনো পাপড়ি , পুরোনো স্মৃতির ঘামে ,
ঝোড়ো হাওয়ায় সেসব  গেছে আজ ,
আছে বিষাদ ভরা মন খারাপের খামে |

No comments: